মার্কেনটাইল 'ল'

Submitted by Md Mongur Ali Shikder Topic : Explain unpaid seller, rights of unpaid seller, unpaid seller’s lien and termination of sellers lien, duration of transit. ভূমিকা : মার্কেনটাইল ল ক্রেতা বিক্রেতার স্বার্থ এবং বিরোধ নিরসনের ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং অধ্যায়নের প্রয়োজনীয়তা অপরিসীম। পণ্য বিক্রয় আইন 1930 এ 66 টি ধারা রয়েছে উক্ত আইনে আমাদের টপিকের বিষয় গুলো কাভার করে বিদায় সংশ্লিষ্ট ধারাগুলো নিম্নে আলোচনা করা হলো- অপরিশোধিত বিক্রেতার সংজ্ঞা : ব্যক্তিগত মতে, অপরিশোধিত বিক্রেতা বলতে ক্রেতা কর্তৃক মূল্য প্রদত্ত হয়নি এরূপ পণ্য বিক্রেতাকে বোঝাবে। 1930 সালের পণ্য বিক্রয় আইনে ধারা 45(১) বলা হয়েছে, (ক) যেক্ষেত্রে বিক্রেতাকে পণ্যের পূর্ণ মূল্য পরিশোধ করা হয়নি (খ) যে ক্ষেত্রে বিনিময় বিল বা হস্তান্তরযোগ্য দলিল দ্বারা শর্তসাপেক্ষে পণ্যের মূল্য পরিশোধ করা হয়েছে কিন্তু তা প্রত্যাখান করার কারণে বা অন্য কোনো কারণে শর্ত পূরণ হয়নি এক্ষেত্রে ঐ বিক্রেতাকে অপরিশোধিত বিক্রেতা হিসেবে গণ্য করা হবে। প্রসঙ্গত উল্লেখ যে দায়িত্বপ্রাপ্ত বিক্রেতার প্রতিনিধিকেও ...