দেওয়ানীকার্যবিধি পার্ট ২

Submitted by Md Mongur Ali Shikder
 



Topic: Critically analysis the legal rules regarding expert hearing, absence  of litigation parties
under Or.IX of the Code of Civil procedure 1908.




ভূমিকা: দেওয়ানী কার্যবিধি 1908 একটি পদ্ধতিগত আইন। বারিত নয় সে সকল দেওয়ানী মামলা বিচার করবে অত্র আইন। এতে বাদী এবং বিবাদী কে হতে পারবেন আরজি লিখন পদ্ধতি থেকে শুরু করে চূড়ান্ত ডিক্রীর বিষয়ে বিস্তারিত আলোচনা করেছেন ইহাতে 158 টি ধারা এবং 49 টি অর্ডার রয়েছে। দেওয়ানী মামলা চূড়ান্তভাবে নিষ্পত্তি পর্যন্ত কোড অফ সিভিল প্রসিডিউর 1908 অধ্যায়নের গুরুত্ব অপরিসীম। নিন্মে টপিকে সংশ্লিষ্ট বিষয় আলোচনা করা হলো-


পক্ষগণের উপস্থিতি এবং অনুপস্থিতির পরিনাম : দেওয়ানী কার্যবিধি 1908  আদেশ 9 বিধি 1 বলা হয়ে, সমনে উল্লেখিত তারিখ হচ্ছে শুনানির তারিখ: বিবাদীর উপস্থিতি এবং জবাব দানের জন্য সমনে নির্ধারিত তারিখে পক্ষগন ব্যক্তিগতভাবে বা উকিলের মাধ্যমে বিচারালয় হাজিরা দিবেন এবং তখন আদালত কর্তৃক ভবিষ্যতের জন্য মামলার শুনানি মূলতবি না হলে শুনানি অনুষ্ঠিত হইবে।


বিধি 2 বলা হয়েছে, বাদী কর্তৃক সমনের খরচ প্রদানে অপারগতার জন্য মামলা খারিজ করা যায় : বাদী কর্তৃক বিবাদী প্রতি সমন জারির খরচ প্রদানে ব্যর্থ হলে বা ডাকমাশুল প্রদান না করার কারণে সমন জারি না হলে আদালত মামলা খারিজ আদেশ দিতে পারেন।


বিধি 3 বলা হয়েছে, কোন প্রকার হাজির না হলে মামলা খারিজ হবে : যে মোকাদ্দমা হেয়ারিং এর নির্ধারিত তারিখে যদি বাদী এবং বিবাদী উভয়পক্ষ হাজির না হয় তাহলে আদালত মোকদ্দমা খারিজ করে দিতে পারে।


বিধি 4 বলা হয়েছে যে, বাদী নতুন মামলা করতে পারে বা আদালত মামলাটি নথিতে পূর্ণবহাল করতে পারে : যেক্ষেত্রে কোন মামলা 2 বা 3 বিধি অনুসারে খারিজ করা হয় সেক্ষেত্রে বাদী তামাদি আইন সাপেক্ষে পুনরায় মামলা দায়ের করতে পারে বা খারিজ আদেশ রদ করার আবেদন করতে পারে। সে যদি নির্দিষ্ট কোর্টি ফি বা ডাকমাশুল দিতে না পারার জন্য বা অনুপস্থিতির কারণ দর্শায়ে আদালতকে সন্তুষ্ট করে তাহলে আদালত খারিজ আদেশ রদের আদেশ দান করবেন এবং কার্যধারা পরিচালনার তারিখ নির্ধারণ করবেন।


বিধি 5 বলা হয়েছে, বিনা জারিতে সমন ফেরত আসার পরে এক মাসের মধ্যে বাদী পুনরায় সমন জারি আবেদন করতে ব্যর্থ হলে মামলা খারিজ করা: 
(১) যে ক্ষেত্রে বিবাদী বা কতিপয় বিবাদীর কোন একজনের বরাবরে সমন জারি না হয়ে ফেরত আসে আদালতের সমন প্রত্যয়নকারী কর্মচারী কর্তৃক প্রত্যায়ন পূর্বক সমন ফেরত আসার এক মাসের মধ্যে পুনরায় সমন জারির আবেদন না করিলে আদালত মামলা খারিজ করে দিবেন যদি না বাদী আদালতকে এই মর্মে সন্তুষ্ট করেন যে

(ক) যে বিবাদীর উপর সমন জারি হয়নি বাদী যথাসাধ্য চেষ্টা করেও সেই বিবাদীর বাসস্থানের বাহির করতে অপারগ হয়েছে

(খ) উক্ত বিবাদী পরোয়ানা জারি এড়াইয়া চলিতেছে

(গ) সমনের মেয়াদ বৃদ্ধি করার যথেষ্ট কারণ রয়েছে

(২) অনুরুপ ক্ষেত্রে বাদী তামাদি আইন সাপেক্ষে নতুন মামলা দায়ের করতে পারে।


বিধি 6 সমন যথারীতি জারি হওয়ার পরে কেবলমাত্র বাদী হাজির হলে কার্যপদ্ধতি : (১) মামলাটি শুনানির জন্য ডাকা হলে বিবাদী অনুপস্থিত হয় তখন, (ক) যদি প্রমাণ হয় যে সমন যথারীতি জারি হয়েছে সেক্ষেত্রে বিবাদী অনুপস্থিত থাকলে মামলাটি একতরফা অগ্রসর হতে পারবে।

(খ) যদি সমন যথারীতি জারী না হয় আদালত দ্বিতীয়বার জারীর নির্দেশ দিবেন।

(গ) যে ক্ষেত্রে সমন জারি হয়েছে কিন্তু বিবাদীকে জবাব দেওয়ার জন্য যথেষ্ট সময় দেয়া হয়নি সে ক্ষেত্রে আদালত শুনানি মুলতবি রেখে শুনানীর তারিখ নির্ধারন করবেন এবং বিবাদীকে সেই তারিখ জ্ঞাত করার নির্দেশ  দিবেন।

(২) যদি বাদীর ত্রুটির জন্য যথারীতি সমন জারি না হয় তবে মামলা মুলতবি জন্য যে খরচ হবে তা পরিশোধের জন্য বাদীকে নির্দেশ দিবে।


বিধি 7  যেক্ষেত্রে বিবাদী তার স্থগিত শোনানির দিনে হাজির হয়ে পূর্ববর্তী অনুপস্থিতির জন্য উপযুক্ত কারণ দর্শায় সে ক্ষেত্রে আদালত যেরূপ খরচের শর্তসমূহ আরোপ করে তৎসাপেক্ষে মামলার জবাব শুনবে যেন নির্ধারিত তারিখে উপস্থিত হয়েছে।


বিধি 8 কেবলমাত্র বিবাদী উপস্থিত হইলে কার্যপদ্ধতি:  শুনানির দিন ডাকা হলে কেবলমাত্র বিবাদী উপস্থিত থাকিলে বাদী উপস্থিত না হলে আদালত মামলাটি খারিজ হওয়া মর্মে আদেশ দিবেন যদি না বিবাদী বাদীর দাবি বা উহার অংশ বিশেষ স্বীকার করেন সেক্ষেত্রে এরূপ স্বীকারোক্তির উপর আদালত বিবাদীর বিরুদ্ধে ডিক্রি প্রদান করবেন যদি অংশ বিশেষ স্বীকার করা হয় সেক্ষেত্রে দাবীর অবশিষ্ট অংশের জন্য মামলটি খারিজ করবেন।


বিধি 9 ক্রটির ফলে বাদীর বিরুদ্ধে ডিক্রি হলে হলে নতুন মামলায় বাধা প্রসঙ্গে : (১) 8 বিধি অনুসারে বাদীর বিরুদ্ধে মামলা খারিজ হলে নতুন করে মামলা করতে পারবে না তবে খারিজ আদেশ রদ করার আবেদন করতে পারবে তবে বাদী যদি আদালতকে এই মর্মে সন্তুষ্ট করতে পারে সে শুনানির দিন যথেষ্ট যুক্তিসংগত কারণে অনুপস্থিত ছিল তাহলে আদালত যথাযথ ব্যয় সাপেক্ষে শুনানি নতুন তারিখ নির্ধারণ করবেন।

(২) বাদীর এই বিষয়ে অপর পক্ষকে কোন প্রকার নোটিশ প্রদান না করে আদালত কোনো আদেশ প্রদান করবে না।

বিধি 10 কতিপয় বাদী এক বা একাধিক অনুপস্থিত থাকলে কার্যপদ্ধতি: যেক্ষেত্রে একাধিক দাবী এক বা একাধিক বাদী উপস্থিত হয়েছে এবং কতক অনুপস্থিত রয়েছে উপস্থিত বাদীদের অনুরোধক্রমে আদালত মামলাটি অগ্রসর করবেন এবং যেরূপ সংগত মনে করেন সেরূপ আদেশ প্রদান করবে।


বিধি 11 কতিপয় বিবাদীর এক বা একাধিক অনুপস্থিত থাকলে কার্যপদ্ধতি : যেক্ষেত্রে কতিপয় বিবাদী থাকে এবং তাদের একজন বা একাধিক উপস্থিত থাকে অন্যরা অনুপস্থিত থাকে সেক্ষেত্রে মামলাটি অগ্রসর হবে এবং আদালত অনুভূতির বিবাদীদের ক্ষেত্রে যেরূপ সংগত মনে করেন আদেশ প্রদান করবেন।


বিধি 12 ব্যক্তিগতভাবে হাজির হওয়ার নির্দেশ দেওয়ার পর অনুপস্থিতির কারণ না দর্শালে ফলাফল:  যে ক্ষেত্রে কোন বাদী বিবাদীকে ব্যক্তিগতভাবে আদালতে হাজির হওয়ার নির্দেশ দেওয়া হয়েছে সেক্ষেত্রে কোন বাদী-বিবাদী অনুপস্থিত থাকলে এবং তার যথেষ্ট সন্তুষ্ট জনক কারণ না দর্শালে পূর্ববর্তী বিধিতে বর্ণিত বিধানাবলী প্রযোজ্য হবে।

বিধি 13 বিবাদীর বিরুদ্ধে একতরফা ডিক্রি রদ করন :  একতরফা ডিক্রি প্রদানকারী আদালতে বিবাদী যুক্তিসংগত কারণ দর্শায়ে রদের আবেদন করতে পারে এবং আদালত সন্তুষ্ট হলে উপযুক্ত খরচ প্রদান ও শর্ত সাপেক্ষে রদের আদেশ প্রদান করবেন এবং কার্যধারা পরিচালনার তারিখ নির্ধারণ করবেন। শর্ত সকল বিবাদীর ক্ষেত্রেই ডিক্রি রদ করা যাবে।

বিধি 14 নোটিশ বিহীন ডিক্র রদ প্রসঙ্গে : কোন ডিক্রি রদ করা যাবে না অপরপক্ষকে নোটিশ জারি না করে।

বিধি 15 খারিজ বা ডিক্রি রদের পর পুনরায় মামলা শুরু হওয়ার স্তর সম্পর্কে : যেক্ষেত্রে কোন খারিজের আদেশ দেয়া হয় 4 বা 9 বিধি অনুসারে অথবা ডিক্রি রদের আদেশ দেয়া হয় 31 বিধি অনুসারে মামলাটি পূর্ণবহালের ক্ষেত্রে খারিজ বা ডিক্রির অব্যবহিত পূর্বে যে স্তরে ছিল সে স্তর থেকে চালু করা হবে। 


উপসংহার: পরিশেষে বলা যায় দেওয়ানী কার্যবিধি 1908 একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রসিডিউরাল আইন যা অধ্যয়নের প্রয়োজনীয়তা অপরিসীম মামলার বাদী বা আসামি কারা হবে আরজি কি ভাবে লিখতে হবে সমন ইস্যু এবং সর্বশেষ চূড়ান্ত ডিক্রী পর্যন্ত যাবতীয় পদ্ধতিগত বিষয়গুলো উক্ত আইনে স্পষ্ট ভাবে বর্ণনা করা হয়েছে। ফলে আইনটি অত্যন্ত গুরুত্বপূর্ণ।

মন্তব্যসমূহ

একটি মন্তব্য পোস্ট করুন

If any doubt please let me know

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

সুনির্দিষ্ট প্রতিকার আইন

দণ্ডবিধি পার্ট ২