ফৌজদারী কার্যবিধি পার্ট ১

Submitted by Md.Mongur Ali Shikder Topic : Critically analysis applicability and non applicability of Cr.P.C and structure of subordinate criminal courts with jurisdiction and procedure of arrest by the police and when such arrest can be made without warrant. ভুমিকা : ফৌজদারি কার্যবিধি 1898 একটি পদ্ধতিগত আইন বলা যায় যেহেতু এতে 95% পদ্ধতিগত বিষয়ে আলোচনা করা হয়, উক্ত আইনে 565 ধারা রয়েছে অত্র আইনের মাধ্যমে আমরা জানতে পারি প্রয়োগ এরিয়া, বিচারিক আদালতের এখতিয়ার, এবং আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সন্দেহভাজন এবং অপরাধীদের গ্রেপ্তার প্রক্রিয়া, মামলার চলমান প্রক্রিয়া, রায়, আপিল, রিভিউ এবং রিভিশন, দন্ড কার্যকর করার পদ্ধতি ইত্যাদি ফলে অত্র আইন অধ্যায়ন অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং প্রয়োজনীয়তা অপরিসীম। টপিকের সংশ্লিষ্ট ধারাগুলো নিম্নে আলোচনা করা হলো- ফৌজদারি আইনের প্রয়োগ ক্ষেত্র : ফৌজদারী কার্যবিধি 1898 এর ১ (২) ধারায় বলা হয়েছে যে, ইহা বাংলাদেশের সর্বত্র প্রযোজ্য হবে তবে বিপরীত কোন সুস্পষ্ট বিধান না থাকলে ইহা বর্তমানে বলবৎ কোন বিশেষ অথবা স্থানীয় আইন,কোন বিশেষ এখ...