দণ্ডবিধি পার্ট ২

Submitted by Md Mongur Ali Shikder Topic : Legally examine provisions for making differences and example with leading case reference on culpable Homicide and Murder, Hurt and Grievous Hurt, wrongful restraint and wrongful confinement. ভূমিকা : ‘ল’ অব ক্রাইমস তথা দন্ডবিধি 1860 অপরাধের ধরণ ও সংজ্ঞায়িত করণ এবং যথাযথ সাজা প্রদানের ক্ষেত্রে শাস্তির পরিমাণ নির্ধারণ করার লক্ষ্যে উক্ত আইন অধ্যায়ন অত্যন্ত গুরুত্বপূর্ণ অত্র আইনে সর্বমোট 511 টি ধারা রয়েছ, নিন্মে টপিকে সংশ্লিষ্ট ধারা সমূহ আলোচনা করা হইল- নরহত্যা ও খুন: - নরহত্যা : এ আইনের 299 ধারায় বলা হয়েছে, কোন ব্যক্তি যদি মৃত্যু ঘটাবার উদ্দেশ্য নিয়ে কৃত কোন কাজ কর্তৃক মৃত্যু ঘটায় অথবা যে দৈহি জখম মৃত্যু ঘটাতে পারে তেমন দৈহিক জখম ঘটাবার উদ্দেশ্য নিয়ে কৃত কোন কাজ সংগঠন কর্তৃক মৃত্যু ঘটায় অথবা যে কাজ মৃত্যু ঘটাতে পারে বলে সে জানে সে কাজ সম্পাদন কর্তৃক মৃত্যু ঘটায় তবে সে ব্যক্তি শাস্তিযোগ্য নরহত্যার দোষে দোষী হবে। উদাহরণসমূহ : (১) ক একটি কুপের মুখে আড়াআ...